কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার চিকিৎসার জন্য ২ লাখ ৬৭ হাজার ৫ শত টাকা হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (৬ ডিসেম্বর) ইংরেজি বিভাগে অন্তরের বন্ধুদের কাছে এ টাকা হস্তান্তর করা হয়।
ইংরেজি বিভাগের পক্ষ থেকে ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা ও অন্তরের ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ১ লক্ষ ২৭ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় ইংরেজি বিভাগের ছাত্র উপদেষ্টা রেনেসাঁ আহমেদ সায়মা বলেন, ‘আমরা গতবছরের ১৫ ডিসেম্বর থেকে অন্তরের জন্য আর্থিক সহযোগিতা চাইতে শুরু করেছি, তখন থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমাদের অনেকের ঠিক মতো ঘুম হচ্ছে না। এখন সবাই যদি নিজ নিজ জায়গা থেকে অল্প অল্প টাকাও সহযোগিতা করে তবে এটার পরিমাণ অনেক বড় হয়ে দাঁড়াবে।’
ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, ‘বিধবা মায়ের একমাত্র সন্তান অন্তর। তার অসুস্থতার এ মুহূর্তে আমাদের সকলের উচিত তার পাশে থাকা। অন্তরে মা হার্টের রোগী। এ অবস্থায় উনার পক্ষ কোনোভাবেই চিকিৎসা চালানো সম্ভব না। আর পিতৃহীন অন্তরের অসুস্থতার এ পর্যায়ে যদি আমরা এগিয়ে না আসি তাহলে তার চিকিৎসা সম্ভব না। তাই সকলকে এগিয়ে আসার আহবান করছি।’
টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না অন্তর। সুস্থ ভাবে বাঁচতে হলে খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে তার। আর এ চিকিৎসায় প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা।
নিজ নিজ অবস্থান থেকে সকলের একটু সহযোগিতায় ফিরিয়ে আনতে পারে একটি প্রাণোচ্ছল তরুণ প্রাণ।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
বিকাশ (পার্সোনাল) : ০১৬২২-৬৭৬৮৬৮
রকেট : ০১৬২২-৬৭৬৮৬৮১
নগদ : ০১৬২২-৬৭৬৮৬৮
জনতা ব্যাংক অ্যাকাউন্ট : ১০০০০২২৭৭২৫৭
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।