আন্তর্জাতিক ডেস্ক : বিশাল ডাইনোসরই সব খেয়ে নেবে, সব সময় তা না-ও হতে পারে। ডাইনোসরও চলে যেতে পারে অন্য খাদকের পেটে। ঘটেছেও তাই। তবে সেটা ছিল বাচ্চা ডাইনোসর। প্রাগৈতিহাসিক সেই ঘটনা বিজ্ঞানীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে শিলাস্তর খুঁড়ে ক্রেটাসিয়াস যুগের এক প্রজাতির কুমির খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। সেই কুমিরের শেষ খাবার ছিল একটি বাচ্চা ডাইনোসর। সাড়ে ৯ কোটি বছরের পুরনো এক পাথুরে ভূমি খুঁড়ে ২০১০ সালে কনফ্রাক্টোসুকাস সরোকটনোস প্রজাতির কুমিরের জীবাশ্মটি বের করে আনা হয়। সেটির পেটে মেলে ডাইনোসর।
গত ১১ ফেব্রুয়ারি গোন্ডওয়ানা রিসার্চ শীর্ষক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত তথ্য অনুযায়ী, আড়াই মিটার লম্বা কুমিরের পেটে আধাআধি হজম হওয়া একটি শিশু অরনিথোপডের অবশিষ্টাংশ শনাক্ত করেন বিজ্ঞানীরা। ২০ কোটি বছর আগে ওয়েলস দাপিয়ে বেড়ানো ডিংকি ডাইনোসরের সবচেয়ে ছোট নমুনা এটি। এর ওজন প্রায় ১.৭ কেজি বলে জানান বিজ্ঞানীরা।
এটি আবিষ্কার করা অস্ট্রেলিয়ান এইজ অব ডাইনোসরস মিউজিয়াম এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়ায় কুমিরের ডাইনোসর শিকার করার এটাই প্রথম প্রমাণ।
কুমিরের জীবাশ্মটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অবশ্য খানিকটা লাভই হয়েছে। কুমিরের কঙ্কাল খানিকটা ক্ষতিগ্রস্ত হওয়ায় ডাইনোসরের কিছু ছোট হাড় মিলেছে। হাড়গুলো যথাস্থানে বসানোর জন্য প্রায় এক বছর হাড়ভাঙা খাটুনি খাটতে হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞানীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।