Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
অন্যরকম খবর

কুমিরের মমি ঘিরে নতুন রহস্য

rskaligonjnewsJanuary 21, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: মমির দেশ মিশরে কত না রহস্যের ঘনঘটা। বিভিন্ন সমাধিস্থল ঘুরলেই না জানা কত প্রশ্ন ঘুরপাক খায় মনের কিনারায়। যে প্রশ্নের সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সম্প্রতি কুমিরের কয়েকটি মমিকৃত দেহ উদ্ধার ঘিরে নতুন রহস্য দানা বেঁধেছে।

কুমির মমি

মিশরের একটি সমাধিস্থলে কুমিরের একাধিক মমিকৃত অংশাবশেষ পাওয়া গিয়েছে। কুমিরগুলোর মাথা কাটা রয়েছে। পড়ে রয়েছে শুধুমাত্র দেহাংশ। কুমিরগুলোর মৃত্যু কীভাবে হলো, এ নিয়ে ধন্দে গবেষকরা।

নীল নদের পশ্চিম তীরে ‘কুব্বাত-আল-হাওয়া’ এলাকায় কুমিরের দেহগুলোর সন্ধান পাওয়া গিয়েছে। গবেষকদের মতে, কুমিরের দেহাংশগুলো সংরক্ষিত করে রাখা হয়েছিল। কুমিরগুলোকে হত্যার পর রোদে পুড়ে তাদের দেহ শুকিয়ে যায়, তারপর তাদের মাথা কেটে বাদ দেওয়া হয়েছে।

তবে মিশরে কুমিরের মমিকৃত দেহ উদ্ধারের নেপথ্যে নানা পৌরাণিক কাহিনীর তত্ত্বও উঠে এসেছে। এক সময় দেবতাদের পুজোয় নৈবেদ্য হিসেবে পশুর মমি দেওয়া হত। এই কুমিরগুলোকে মেরে তাদের দেহ সংরক্ষণ করার নেপথ্যে এই কারণ থাকতে পারে বলে মনে করছেন ‘দ্য রয়্যাল বেলজিয়ান ইনস্টিটিউটের’ গবেষক বি দ্য কোপারে।

মমিকৃত কুমিরের দেহাবশেষ নিয়ে গবেষণা চালাচ্ছেন কোপারে। দেবতাকে নৈবেদ্য হিসাবে পশুর মমি দেওয়ার চলের কথা যেমন তিনি তুলে ধরেছেন, তেমনই আবার জানিয়েছেন, কুমিরকে দেবতাদের অবতার বলে সে কালে মনে করতেন মিশরীয়রা। কিন্তু কুমির যদি দেবতারই কোনো অবতার হয়, তা হলে তাকে হত্যা করা হবে কেন? ঐ গবেষকের কথায়, কোনো প্রাণীর মমির সঙ্গে আধ্যাত্মিক যোগসূত্র যদি খুঁজে পাওয়া যায়, তা হলে সেই প্রাণীহত্যা কোনো পাপ হিসেবে মনে করতেন না মিশরীয়রা।

গবেষকরা এ-ও মনে করছেন যে, দেবতাকে তুষ্ট করার জন্যই কুমির হত্যা করা হত। এই প্রসঙ্গে মিশরের দেবতা সোবেকের নাম চর্চায় এসেছে। মিশরীয় সভ্যতায় সোবেক এমন এক দেবতা, যার মুখাবয়ব কুমিরের মতো। আর দেহের বাকি অংশটি মানুষের মতো। ফলে গবেষকরা অনেকেই মনে করছেন, মিশরীয় দেবতা সোবেককে তুষ্ট করতেই কুমির মারা হত। আর সে কারণেই হয়তো কুমিরকে মারার পর তাদের দেহগুলো সংরক্ষিত করে রাখা হত। তারপর পশুর মমি হিসেবে সেগুলো নৈবেদ্য দেওয়া হত।

তবে সম্প্রতি খননকার্যের পর কুমিরগুলোকে যে অবস্থায় উদ্ধার করা হয়েছে, তা এক কথায় বিরল। কুমিরের মুণ্ডহীন দেহাবশেষ উদ্ধারের ঘটনা বিরল বলেই মনে করছেন গবেষকরা। কুমিরগুলোকে হত্যার পর বালির সঙ্গে এমন ভাবে মিশিয়ে দেওয়া হয়েছিল, যাতে সেগুলো রোদে প্রাকৃতিক ভাবে শুকিয়ে যায়। এরপর দেহগুলো খেজুর পাতা দিয়ে মুড়ে সমাধিস্থলে আনা হত। আর এ ভাবেই সংরক্ষিত করা হত বলে জানিয়েছেন গবেষকরা।

তবে সব কুমিরের দেহাংশই যে এভাবে সংরক্ষিত করা যেত, তা নয়। বহু ক্ষেত্রেই অনেক কুমিরের মমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমিরগুলোর দেহাংশ শুকোনোর পরই তাদের মাথা কেটে বাদ দেওয়া হয়েছিল বলে মনে করছেন গবেষকরা। কুমিরগুলোকে কীভাবে মারা হলো, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন গবেষকরা। মৃত্যুর কারণও অনুধাবন করতে পারেননি তারা। তবে একাধিক উপায়ে কুমিরগুলোতে হত্যা করা হতে পারে বলে অনুমান করছেন গবেষকরা। প্রখর রোদের তাপে দীর্ঘ ক্ষণ কুমিরগুলোকে রাখা হয়েছিল, তার জেরে মৃত্যু হতে পারে বলে অনুমান। আবার অনেকের মতে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কুমিরগুলোকে।

মিশরের যে প্রাচীন সমাধিস্থল থেকে কুমিরগুলোর দেহাংশ উদ্ধার করা হয়েছে, সেটিকে ‘ডোম অফ দ্য উইন্ড’ বলা হয়। প্রায় ২৫০০ বছর আগে ঐ সমাধিস্থল ব্যবহার করা হত বলে ধারণা। মিশরে মমি ঘিরে নানা রহস্যের কাহিনী রয়েছে। কুমিরগুলোর মুণ্ডহীন দেহাংশ উদ্ধার এই রহস্যের তালিকায় নতুন সংযোজন। কী কারণে কুমিরগুলোর মৃত্যু, এ নিয়ে নানা মুনির নানা মতো। কিন্তু আসল কারণ কী? সেই রহস্যের কিনারা করতেই মুখিয়ে রয়েছেন গবেষকরা।

সূত্র: আনন্দবাজার

দুর্ভিক্ষে রায়ত আন্দোলনের হয়েছিল যে পরিণতি

 

অন্যরকম কুমিরের খবর ঘিরে নতুন মমি রহস্য
Related Posts
অফিস

অফিসে সুন্দরী টাইপিস্ট নিয়েছেন ম্যানেজার, বসের কাণ্ড দেখলে হাসি থামবে না গ্যারান্টি

November 26, 2025
morog

জুতা পায়ে দিয়ে দৌড়ে পালাল মোরগ, ভিডিওটি দেখলে হাসি থামবে না গ্যারান্টি

October 28, 2025
শালী

শালি ছাড়া বিয়ে করবে না ছেলে, মহা বিপদে বল্টুর বাবা!

October 19, 2025
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.