জুমবাংলা ডেস্ক : কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনাভাইরাস পরীক্ষার জন্য পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) যন্ত্র স্থাপনের কাজ শেষ হয়েছে। খবর ইউএনবি’র।
মঙ্গলবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এ তথ্য জানিয়ে বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে ঢাকা থেকে যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠানের নিযুক্ত প্রশিক্ষকরা কলেজের ভাইরাস পরীক্ষাকারী চিকিৎসক ও প্যারামেডিকদের প্রশিক্ষণ দিতে আসবেন।
ইতোমধ্যে নমুন পরীক্ষার কাজে নিযুক্তদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণের চাহিদাপত্র স্বাস্থ্য শিক্ষা বিভাগের পরিচালকের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অধ্যক্ষ বলেন, প্রশিক্ষণ সম্পন্ন হলে এবং স্বাস্থ্য সুরক্ষার উপকরণ পাওয়া গেলে চলতি মাসের শেষ দিকে নমুনা পরীক্ষার কাজ শুরু করা যাবে।
পরীক্ষাগারে দুই শিফটে নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। প্রতি শিফটে ৯০ থেকে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা যাবে। জেলা সিভিল সার্জন, সিটি মেয়র ও প্রতি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের তত্ত্বাবাধানে সংগৃহীত নমুনা এখানে পরীক্ষার জন্য পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।