জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় মঙ্গলবার ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৬০ জনের।
কুমিল্লা সিটি করপোরেশনে ৫৭ জনসহ জেলায় এ দিন সুস্থ হয়েছে ৩৩৯ জন। সর্বমোট সুস্থ হয়েছে তিন হাজার ৫৬৩ জন। মঙ্গলবার সিভিল সার্জন অফিস এই তথ্য জানায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার শনাক্তদের মধ্যে রয়েছে সিটি করপোরেশনের ৩০ জন, বুড়িচং ও বরুড়ায় ৭ জন করে, চৌদ্দগ্রাম ১০ জন, লাকসাম ও মনোহরগঞ্জ ৪ জন করে, সদর দক্ষিণে দুইজন, ব্রাক্ষণপাড়ায় একজন, মেঘনা, লালমাই ও দাউদকান্দিতে তিনজন করে এবং দেবিদ্বারে ছয়জন আক্রান্ত হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনে ও চৌদ্দগ্রামে ৫৭ জন করে, আদর্শ সদরে তিনজন, বুড়িচংয়ে পাঁচজন, বরুড়ায় ১৬ জন, তিতাসে ৬০ জন, দাউদকান্দি ৯৭ জন, ব্রাক্ষণপাড়ায় ৪১ জন, সদর দক্ষিণে দুইজন ও দেবিদ্বারে একজনসহ এ দিন কুমিল্লায় ৩৩৯ জন সুস্থ হয়েছে।
জেলায় ২৪ হাজার ৯০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফল এসেছে ২৪ হাজার ৮১০টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।