জুমবাংলা ডেস্ক : আকস্মিক বন্যার পানি ফেনী ছাপিয়ে এখন কুমিল্লার বহু এলাকা প্লাবিত করছে। বিশেষ করে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের চৌদ্দগ্রাম বাজার পানিতে তলিয়ে যাওয়াতে এই মহাসড়ক এখন কার্যত বন্ধ।
এছাড়া, বন্যার পানিতে মহাসড়কের বিভিন্ন স্থান তলিয়ে যাওয়ায় সেগুলো হুমকির মুখে পড়েছে।
বন্যার কারণে মহাসড়কের উভয় পাশে ২০ কিলোমিটারের মতো দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, আজ ভোর ছয়টায় ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে পাঁচ ঘণ্টায়, মানে বেলা ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম পর্যন্ত যেতে পেরেছেন।
তিনি জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে এখন কানায় কানায় পানি আছে। আশেপাশের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত এখনও অব্যাহত আছে।
সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন, বুধবার বিকাল থেকে আজ সকাল পর্যন্ত কুমিল্লায় বন্যার পানি আসছে এবং পানি বৃদ্ধি এখনও অব্যাহত আছে।
পানি যেরকম দ্রুত গতিতে বাড়ছে, তা অব্যাহত থাকলে মহাসড়কের আরও কিছু অংশ তলিয়ে যেতে পারে বলে তাদের আশংকা।
কুমিল্লার চৌদ্দগ্রামের মীরশানি বাজার এলাকা থেকে মোহাম্মদ সেলিম রেজা বলেছেন, গত চারদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এলাকার সবকিছু তলায়ে গেছে, এলাকার লোকজন ঘরবন্দী হয়ে আছে। মানুষজন কোনও খাবার খেতে পারছেন না।
কুমিল্লায় ইন্টারনেট নাই বললেই চলে এবং মোবাইল ফোনে যোগাযোগ করাটাও কঠিন হয়ে যাচ্ছে।
বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও শিক্ষার্থীরা মিলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলেও তাতে খুব একটা লাভ হচ্ছে না বলেও জানান বিবিসি সংবাদদাতা।- বিবিসি বাংলা
ভারতে আশ্রয় নিচ্ছেন ‘বাংলাদেশের প্রভাবশালীরা’, দিতে হচ্ছে মোটা অংকের টাকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।