জুমবাংলা ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী নিলয় নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ফকির বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন নিলয় চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। নিহতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকির বাজার হয়ে গুণবতী নিজ বাড়িতে যাচ্ছিলেন জসীম উদ্দীন নিলয়। এ সময় ফকিরবাজার এলাকায় ইউটার্ন করার সময় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছিটকে পড়ে নিলয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, বাসচাপায় নিলয়ের মৃত্যুর খবর শুনেছি। ঘাতক বাসটির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।