জুমবাংলা ডেস্ক : কুমিল্লা জেলার দাউদকান্দিতে আজ ড্রেজিং এর মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে মোবাইল কোর্ট ৩টি ড্রেজার মেশিন অপসারণ করে ধ্বংস করেছে। এ সময়ে ড্রেজার মালিক দুই জনকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
আজ দুপুর ১২টায় উপজেলার জিংলাতলী এবং ইলিয়টগঞ্জ এলাকায় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন করার অপরাধে ২ জন ড্রেজার মালিকের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দাউদকান্দি মডেল থানার একটি টিম মোবাইল কোর্টকে সহযোিগতা করেন।
বিমানবন্দরের কাস্টমস হাউসের গুদাম থেকে স্বর্ণ চুরির ঘটনায় মামলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।