Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় একদিনে করোনা ও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাংবাদিক, ওষুধ ব্যবসায়ীসহ নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজনের করোনা পজিটিভ ছিল।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা বেগম জানান, গত ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন করোনা পজিটিভ নারী মারা গেছেন।
একই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও তিনজন নারী ও তিনজন পুরুষ মারা গেছেন।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য লিটন সরকার জানান, চান্দিনার ব্যবসায়ী কিংকর সাহা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা পজিটিভ ছিলেন। তাকে গ্রামের বাড়িতে দাহ করেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
এছাড়া চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা নামের একজন সাংবাদিক এলাকায় উপসর্গ নিয়ে মারা গেছেন। তাকেও তারা দাফন করেন। সূত্র : ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।