জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় পুলিশের এক এসআই এবং একই পরিবারের ৬ জনসহ নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।
আক্রান্তদের মধ্যে জেলার দেবিদ্বার উপজেলায় ৬ জন, লাকসাম উপজেলায় ৬ জন, মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, বরুড়া উপজেলায় ১ জন ও তিতাসে ১ জন রয়েছেন। এদের মধ্যে লাকসামে একই পরিবারের ৬ জন এবং বরুড়া থানার এক এসআই রয়েছেন। এ নিয়ে করোনায় আজ পর্যন্ত জেলার মোট ৬৮ জন আক্রান্ত হয়েছেন।
ডা. মো. নিয়াতুজ্জামান জানান, বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে করোনা উপসর্গ থাকা ১ হাজার ৬৭২ জন ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। এরমধ্যে ১ হাজার ৩৪৫ জনের রিপোর্ট এসেছে। এতে ৬৮ জনের পজিটিভ এবং ১ হাজার ২৭৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। ইতিমধ্যে ৭ জন সুস্থ হয়েছেন।
কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত পুলিশ কর্মকর্তার সংস্পর্শে যারা ছিলেন সেসব পুলিশ সদস্যদেরকেও কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



