জুমবাংলা ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আজ বেলা ১১টায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। অভিযানে ২২টি মামলার মাধ্যমে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হক মীর বাসসকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে, ফিটনেসবিহীন গাড়ি বন্ধে ও অসাধু ব্যবসায়ীদের ফুটপাত দখল বন্ধে আমাদের এ অভিযান। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে। এসময় হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই প্রেমধন মজুমদারের নেতৃত্বে হাইওয়ে পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।