জুমবাংলা ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে উপজেলায় মা ও ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে ‘মানসিক ভারসাম্যহীন’ এক ব্যক্তি। পরে স্থানীয়দের গণপিটুনিতে মোখলেসুর রহমান (৩৫) নামে ওই ব্যক্তিও নিহত হয়। খবর ইউএনবি’র।
বুধবার বেলা ১১টার দিকে রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাধানগর গ্রামের শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), তার ছেলে আবু হানিফ (১২) ও একই বাড়ির নুরল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৪০)। অভিযুক্ত হত্যাকারী মোখলেছুর ওই গ্রামের মুর্তুজ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাধানগর গ্রামের রিক্শা চালক মোখলেছুর রহমান বেলা ১১টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারা সহ কয়েকজনকে এলোপাথারি কোপাতে থাকেন। এসময় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হন ওই এলাকার আরও পাঁচজন।
পরে জনতা মোখলেছুরকে ধরে গণপিটুনি দেয়। এসময় মোখলেছুরও মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।