জুমবাংলা ডেস্ক: কুমিল্লা জেলায় ৫০ জন প্রতিবন্ধীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা নগরীর শিশুমঙ্গল রোডে অবস্থিত সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের অস্থায়ী কার্যলয়ে বিভিন্ন খাদ্যা সামগ্রী বিতরণ করেন প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষঞ্জ চিকিৎসক প্রফেসর ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষ।
এ বিষয়ে প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডাঃ তৃপ্তীশ চন্দ্র ঘোষ বাসসকে বলেন, কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী উপহার সদর উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এজন্য কুমিল্লা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা করোনা মহামারিতে গত রোজায়, ঈদে প্রতিবন্ধী অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি।
প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা ডাক্তার মল্লিকা বিশ^াস, সাধারণ সম্পাদক রায়হান রহমান হেলেন ও সাংগঠনিক সম্পাদক কমরেড আনোয়ার হোসেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।