Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে ৩ জন। অন্যজন আইসিইউতে।
আজ শনিবার সকালে হাসপাতালের দেয়া তথ্যমতে আইসোলেশনে থেকে মারা যান কুমিল্লার চান্দিনার আবদুল কাশেম (৪৮), নাঙ্গলকোটের রাজিয়া বেগম (৬০) ও সদর দক্ষিণের আবদুল ওয়াদুধ (৬৯)। আর আইসিইউতে লাকসামের তাসলিমা বেগম (৪৯)।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থতা লাভ করেছেন ১৬ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।