জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সৈকতের লেম্বুর চর সংলগ্ন তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে আসে।
Advertisement
পটুয়াখালী ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, ধারণা করা হচ্ছে গভীর সাগরে ডলফিনটি দুই থেকে তিনদিন আগে মারা গেছে। কিভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির লেজ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন ডলফিনটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা বন বিভাগকে খবর দেই।
মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।