আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সবজিতে সয়লাব কুয়েতের মাটি। শীতকাল শুরু হওয়ার আগেই কুয়েতে বাংলাদেশের সবজির চাষ শুরু হয়েছে। শীতকালীন সবজির চাহিদা বাড়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা সবজি কুয়েতের মাটিতে সবজি উৎপাদন শুরু করেছেন। কৃষি খাতে সাফল্য পেতে বিনিযোগ ও কর্মসংস্থান বাড়াচ্ছেন প্রবাসীরা।
জানা যায়, কুয়েতের আবহাওয়া গরমে ৫০-৫৫ ডিগ্রি আর শীতের বেলা শূন্যে বা মাইনাসেও চলে যায়। কখনো ঘন কুয়াশা আবার কখনো তুষার ঝড়। এরকম আবহাওয়ায় মরুর বুকে শোভা পাচ্ছে বাংলাদেশের সবজি। নানা ধরনের শাক-সবজিতে ভরে গেছে জমি। যেনো সবুজের সমারোহ। কুয়েত সরকারের সহযোগিতায় দেশটিতে কৃষিবিপ্লব ঘটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
কুয়েতের কৃষি অঞ্চল ওয়াফরা ও আব্দালিতে স্থানীয়দের কাছ থেকে জমি বর্গা নিয়ে প্রবাসী বাংলাদেশীরা অসংখ্য খামার গড়ে তুলেছেন। সেখানে সবজি উৎপাদনে নিজেদেরে মেধা ও পরিশ্রম দিয়ে পেয়েছেন সাফল্য। তারা সেখানে ফুলকপি, লাউ, বাঁধাকপি, লাল শাক, ধনেপাতা, শিম, করলা ও পালংশাকসহ নানা ধরনের শাকসবজি উৎপাদন করছেন। আম, কলা, আনারস, আঙুর, কমলা পেঁপেসহ দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ফলের চাষও করে থাকেন। এই অঞ্চল থেকেই কুয়েতের অধিকাংশ সবজির চাহিদা পূরণ হয়ে থাকে বলে জানা যায়।
প্রায় আড়াই লাখের বেশি বাংলাদেশীর বসবাস এই কুয়েতে। তারা মরুভূমির মাটিকে বাংলাদেশী সবজি চাষের উপযোগী করেন। আর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সবজির চাহিদা থাকায় ও সবজি উৎপাদন লাভজনক হওয়ায় প্রবাসীরা সবজি চাষে ঝুঁকছেন।
কুয়েতের স্থানীয় ও প্রবাসী বাংলাদেশীরা এখান থেকে টাটকা সবজি কিনে নিয়ে যান। খামার মালিকদের স্বপ্ন সবজি চাষ করে ভবিষ্যতে বাজারের চাহিদা মিটিয়ে দৃষ্টান্ত তৈরি করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।