আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র কুরআনে হাত রেখে শপথ গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবি জজ নাদিয়া কাহাফ।
বৃহস্পতিবার নিজের দাদি থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া পবিত্র কুরআনের ওপর হাত রেখে শপথ নেন তিনি।
শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ৫০ বছর বয়সী নাদিয়া বলেন, ‘আমি অনেক আনন্দিত ও নিজেকে গর্বিত অনুভব করছি।’
নাদিয়া কাহাফ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রথম হিজাবি মুসলিম বিচারক হিসেবে প্যাসাইক কাউন্টিতে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি।
নাদিয়া এর আগে ওয়েন এলাকার পারিবারিক আইন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নিউ জার্সির গভর্নর ফিলিপ ডানটন মারফি এক বছর আগে ১৫ ব্যক্তিকে বিচারক হিসেবে মনোনয়ন দেন।
গত ২৮ ফেব্রুয়ারি তাদের নিয়োগ অনুমোদন করে নিউ জার্সি সিনেট। এই ১৫ জনের অন্যতম হলেন নাদিয়া কাহাফ।
তার আগেও মুসলিম নারীরা এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে নাদিয়াই প্রথম, যিনি হিজাব পরে প্রথমবারের মতো এই দায়িত্ব পালন করবেন।
American attorney Nadia Kahf, appointed to the Supreme Court of the state of New Jersey, became the first hijab-wearing judge on the bench.
She took the oath of office with her hand on the Quran pic.twitter.com/LyNoYwjga8
— TRT World (@trtworld) March 23, 2023
পারিবারিক আইন ও অভিবাসন বিশেষজ্ঞ নাদিয়া কাহাফ প্রথমে কাজ শুরু করেন হ্যালেডনে। ২০০৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকারবিষয়ক প্রতিষ্ঠান ‘কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স’র নিউ জার্সি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পাশাপাশি তিনি ক্লিফটনের সমাজসেবা সংস্থা ওয়াফা হাউসের আইনি উপদেষ্টা এবং ইসলামিক সেন্টার অব প্যাসাইক কাউন্টির চেয়ারওম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এসেক্স ও হাডসন কাউন্টির সুপিরিয়র কোর্টে শরিফা সালাম ও কালিমা আহমদ নামে আরো দুজন মুসলিম নারী বিচারক দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০২২ সালের জুনে অ্যারিজোনায় লায়লা ইকরাম প্রথম মুসলিম বিচারক মনোনীত হয়ে ইতিহাস তৈরি করেন।
আবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত বিচার বিভাগীয় আট ব্যক্তির মধ্যে নুসরাত চৌধুরী নামের এক মুসলিম নারীও রয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি হবেন ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম নারী।
সূত্র : আনাদোলু এজেন্সি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।