বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দামের তুলনায় দুর্দান্ত স্পেসিফিকেশন পাওয়া যাচ্ছে Poco F4 5G ফোনে। OnePlus, iQoo -কে টেক্কা দিতে এই ফোন নিয়ে হাজির হয়েছে Xiaomi। কিন্তু শুধুই কি স্পেসিফিকেশনে বাজিমাত করা সম্ভব? দৈনন্দিন জীবনে কেমন পারফর্ম করল Poco F4 5G? পড়ুন রিভিউ।
Poco F4 5G-র দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 6 GB RAM ও 256 GB স্টোরেজ। ফোনের পিছনে ব্যবহার হয়েছে ফ্রস্টেড গ্লাস। নেবুলা গ্রিন ও নাইট ব্ল্যাক কালারে এই ফোন পাওয়া যাবে। মাত্র 7.7 mm পাতলা এই স্মার্টফোন। Poco F4 5G -র ওজন 195 গ্রাম।
তবে এই ফোনের ভলিউম ও পাওয়ার বাটন কিছুটা উপরে হওয়ার কারণে ব্যবহারের সমস্যা হয়েছে। পাওয়ার বাটনের সঙ্গেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনে কোন হেডফোন জ্যাক থাকছে। তবে 67 W ফাস্ট চার্জিং দিয়েছে Xiaomi। থাকছে 6.7 ইঞ্চি E4 AMOLED ডিসপ্লে। থাকছে 120 Hz রিফ্রেশ রেট। Netflix -এ ভিডিয়ো দেখার সময় Dolby Vision ও HDR সাপোর্ট পাওয়া যাবে। ফোনের সঙ্গেই থাকছে স্ক্রিন প্রোটেকটর।
Poco F4 5G: স্পেসিফিকেশন ও সফটওয়্যার
এই ফোনে রয়েছে শক্তিশালী Snapdran 870 চিপসেট। 10টি 5G ব্যান্ড সাপোর্ট পাওয়া যাবে। রয়েছে ডুয়াল Wi-Fi ও Bluetooth 5.2 সাপোর্ট। প্রসেসর কুলিংয়ের জন্য থাকছে বিশেষ ভেপার চেম্বার। এই ফোনে IP53 রেটিং থাকছে। ফোনের ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে 67 W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
এই ফোনে Android 12 অপারেটিং সিস্টেমের উপরে চলবে MIUI 13 স্কিন। এই ফোনে খুব বেশি প্রয়োজনীয় নোটিফিকেশন পাওয়া যাবে না। তবে এই ফোনে কতদিন আপডেট পাওয়া যাবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
Poco F4 5G: পারফর্মেন্স ও ব্যাটারি লাইফ
রিভিউয়ের সময় এই ফোনের পারফরম্যান্সে কোন সমস্যা দেখা যায়নি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গেই এই ফোনের ফেস রিকগনিশনও খুব ভালো কাজ করেছে। এই ফোনে HDR মিডিয়া স্ট্রিম করা যাবে। স্টিরিও স্পিকার ব্যবহারের কারণে খুব ভালো সাউন্ড পাওয়া যাবে। Asphalt 9: Legends ও Call of Duty: Mobile এর মতো ভারি গেম খেলতে কোন সমস্যা হবে না। একটানা গেমিংয়েও এই ফোন গরম হবে না। গেমিং ছাড়াও ভিডিও স্ট্রিমিং ও অন্যান্য কাজেও দুর্দান্ত পারফর্ম করবে Poco F4 5G।
Poco F4 5G: ক্যামেরা
এই ফোনে 64 MP প্রাইমারি ক্যামেরা দিয়েছে Poco। প্রাইমারি ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। সঙ্গে একটি 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা ব্যবহার হয়েছে। 20 MP ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে সেলফি ও ভিডিও কলিং করা যাবে। ক্যামেরা অ্যাপের ছবি ও ভিডিও তোলার জন্য একগুচ্ছ মোড রয়েছে। প্রাইমারি 4K 60 fps রেকর্ড করা যাবে। আলট্রা ওয়াইড ক্যামেরায় থাকছে 1080p 30 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট।
দিনের আলোতে এই ফোনের ক্যামেরায় তোলা ল্যান্ডস্কেপ ভালো লাগবে। তবে আলট্রা ওয়াইড ক্যামেরায় খুব ভালো ডিটেল পাওয়া যাবে না। ক্লোজ আপ ছবি তোলা আগে সব সময় ফোকাস লক করতে হবে। দিনের আলোতে এই ক্যামেরার ম্যাক্রো ক্যামেরায় তোলা ছবি আপনাকে অবাক করবে।
কম আলোতে ছবি তোলার সময় এই ফোনের ক্যামেরা এক্সপোজারে ভুল করবে। তাই নাইট ফটোগ্রাফির জন্য এই ফোনের ক্যামেরা ব্যবহার না করাই ভালো।
পোট্রেট মোডেও ভালো ছবি উঠবে। ব্যাকগ্রাউন্ড ব্লারেও অন্যান্য ফোনের থেকে ভালো পারফর্ম করেছে এই ফোনের ক্যামেরা।
সূত্র : এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।