কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়ল ৪ মণ ওজনের বিশাল বাঘাইড়
জুমবাংলা ডেস্ক: সিলেটের কুশিয়ারা নদীতে চার মণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার মাছটি নগরীর লালবাজারে কেটে কেজি হিসেবে বিক্রি করা হয়।
এর আগে মঙ্গলবার মাছটি বিক্রির জন্য লালবাজারে নিয়ে আসেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি জানান, বুধবার মাছটি কেটে কেজি ধরে বিক্রি করেছেন।
জানা যায়, কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় এক জেলের জালে ধরা পড়ে চার মণ ওজনের বাঘাইড় মাছটি। সেখান থেকে কিনে নিয়ে আসেন ব্যবসায়ী আনোয়ার। মাছটি দেখার জন্য অনেকেই বাজারে ভিড় জমান। এর আগে ২০২১ ও ২০২২ সালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকায় অন্তত চারটি বাঘাইড় মাছ ধরা পড়ে। যার ওজন ১০০ কেজি থেকে ১৫০ কেজি পর্যন্ত ছিল।
পুকুরপাড়ে মিষ্টি কুমড়া চাষে বাজিমাত, এক মিষ্টি কুমড়ার ওজন ৬১ কেজি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।