সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হোতা দুই মাদ্রাসা ছাত্র ধরা পড়েছে। একই সঙ্গে মাদ্রাসার দুই শিক্ষককেও গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশে তীব্র ক্ষোভ ও আলোড়ন সৃষ্টিকারী এ ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে ঘটনায় সরাসরি জড়িত এ দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করে পুলিশ।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। এসময় অতিরিক্ত ডিআইজিকে এম নাহিদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন- মাদ্রাসা ছাত্র আবু বক্কর মিঠন (১৯), সবুজ ইসলাম নাহিদ (২০) এবং মাদরাসা ইবনি মাসউদ (রা.) নামে একটি মাদ্রাসার শিক্ষক আল আমিন ও ইউসুফ আলী। এর মধ্যে মিঠন মিরপুর উপজেলার শিংপুর গ্রামের সমশের মৃধার ছেলে। আর নাহিদ দৌলতপুর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের শামসুল আলমের ছেলে। শিক্ষকদের মধ্যে ইউসুফ আলী একজন বাড়ি পাবনার দিয়াড় বামুন্দি গ্রামের আজিজুল মন্ডলের ছেলে এবং আল আমিন কুষ্টিয়া মিরপুর উপজেলার ধুবইল গ্রামের আব্দুর রহমানের ছেলে।
শনিবার কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা জানাজানি হলে, তা দেশব্যাপী উত্তাপ ছড়ায়। ঘটনার প্রতিবাদে সারা দেশে রাস্তায় নামে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন, সমমনা রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।