জুমবাংলা ডেস্ক: কুষ্টিয়া জেলা সদরের কুমারগাড়ায় মটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুইজন নিহত হয়েছে।
মটরসাইকেল চালক নিহত আকিব হোসেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ইঞ্জিনিয়ারিং পড়তো। আর বাইসাইকেল চালক নিহত সবুজ হোসেন কিয়াম মেটালে চাকরি করতেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতে তাদের কুষ্টিয়া ২৫০ শর্য্যার হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১ টার দিকে তারা মৃত্যুবরণ করে। পরে পুলিশ তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
নিহত আকিব হোসেন খাজানগর মাদ্রাসাপাড়ার শরিফুল ইসলামের ছেলে ও সবুজ হরলা মেটন গ্রামের মৃত শপি উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে কলেজ ছাত্র আকিব হোসেন মটরসাইকেল চালিয়ে খাজানগর মাদরাসা পাড়ায় নিজের বাড়ি যাচ্ছিলেন। অন্যদিকে একই সময়ে কিয়াম মেটালে কাজ শেষে সবুজ বাইসাইকেল নিয়ে হড়রা মেটন গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুমারগাড়া ফুজি আইসক্রিম মোড়ে তাদের মটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে দুই জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১ টার দিকে তাদের মৃত্যু হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।