সুজন কুমার কর্মকার, কুষ্টিয়া: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলায় ১১ টি ইউনিয়নের মধ্যে ১০ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন এবং ১ টিতে নৌকা প্রার্থী জয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে জানা গেছে, হরিপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ মেম্বার জয়ী হয়েছেন। বটতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিন্টু, আইলচারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক, পাটিকাবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রিজভিজ্জামান কানু, মনোহর দিয়ার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম, গো-স্বামী দুর্গাপুরে, আওয়ামী লীগের নৌকা প্রার্থী লাল্টু রহমান, আলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান, উজান গ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন, ঝাউদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, আব্দালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার স্বপন ও হরিনারায়নপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান সম্রাট।
কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫৯ জন লড়েছেন। এই নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ৪৫৯ জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ৯৬ জন। নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৮ হাজার ৩৬৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।