কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ-১৭ বালক-বালিকা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
মঙ্গলবার বিকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
উদ্বোধনী খেলায় বালক বিভাগে উলিপুর উপজেলা ২-০ গোলে চিলমারী উপজেলাকে পরাজিত করে বিজয়ী হয়। দিনের অপর খেলায় বালিকা বিভাগে চিলমারী উপজেলা টাইব্রেকারে ২-১ গোলে উলিপুর উপজেলাকে পরাজিত করে মধুর শোধ নেয়। নির্ধারিত সময়ের খেলো গোল শূন্যভাবে ড্র হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুড়িগ্রাম পৌরসভাসহ ৯টি উপজেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সাবেক সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।