Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যাকবলিত এলাকায় ৩ হাজার প্যাকেট তৈরি খাবার ও বোতলজাত পানি বিতরণ করা হয়েছে।
বুধবার কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে ৭ শতাধিক পরিবারে এবং বৃহস্পতিবার সদর উপজেলার যাত্রাপুর ও বেগমগঞ্জ ইউনিয়নে ২ হাজার ৩শ’ প্যাকেট খাবার ও পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, সাঈদ হাসান লোবান প্রমুখ। গত ৯ দিন ধরে বন্যায় দুর্বিষহ জীবন-যাপন করা বানভাসীরা খাবারের নৌকা দেখলেই ছুটে আসছেন। ফলে ত্রাণ বিতরণ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।