জুমবাংলা ডেস্ক :সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি, হ্যান্ড গ্লাভস, গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। নিহতের জামাতা মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদের দেওয়া তথ্যমতে, এসব আলামত উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর ও আবুল কালাম আজাদের ভাতিজার বাড়ি থেকে এসব উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গত বুধবার রাতে উপজেলার দেয়াড়া গ্রামের বিশ্বাসপাড়া নিজ বাড়ি থেকে কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বড় ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গতকাল বৃহস্পতিবার কলারোয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হত্যার রহস্য উন্মোচনে প্রযুক্তিকে কাজে লাগিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গতকাল শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয় নিহত মোসলেম উদ্দীন বিশ্বাসের ছোট জামাতা দেয়াড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদকে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিহতের বাড়ির ৫০০ গজ দূরের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়।
তিনি জানান, পরে দেয়াড়া খানপাড়া এলাকা থেকে গ্রেপ্তার আবুল কালাম আজাদের ভাতিজা হাবিবুরের ঘর থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের সময় তার গায়ে থাকা জ্যাকেট ও কাদামাখা প্যান্ট। এ ঘটনার পর গতকাল শুক্রবার সন্দ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে জামাতা আবুল কালাম আজাদের ভাতিজা হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।