বিনোদন ডেস্ক : বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে ২০২০ সালে ইসলাম ধর্মে মন দেন তিনি। সানার হঠাৎ অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সকলকে অবাক করেছিল। এবার মেয়েদের পোশাক-পরিচ্ছদ নিয়ে সানা খানের ছুড়ে দেওয়া প্রশ্ন ঠিক না ভুল– তা নিয়ে রীতিমতো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন নেটিজেনরা।
সাবেক এই বলিউড অভিনেত্রী বিবাহিত পুরুষদের উদ্দেশে ছুড়ে দেওয়া প্রশ্নে বলেন, ‘প্রত্যেক পুরুষই চায়, তার স্ত্রী এমন পোশাক পরুক, যাতে শালীনতা বজায় থাকে। কিন্তু যখন দেখি পুরুষরা তাদের স্ত্রীদের ছোট পোশাক পরতে দেয়, তখন আমি অবাক হই। বুঝতে পারি না সমস্যাটা কোথায়! অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলেন– সেটা কি আপনার ভালো লাগে?’
সানার এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এখন দ্বিধাবিভক্ত বলিউড ও নেট দুনিয়ার বাসিন্দরা। তাদের কেউ বলছেন, সানা তার বক্তব্যের মধ্য দিয়ে নারী স্বাধীনতাকে যেমন খর্ব করেছেন, তেমনি শুনিয়েছেন পুরুষশাষিত সমাজের জয়গান। একসময় যে অভিনেত্রী বোল্ড লুকে পর্দায় নিজেকে তুলে ধরেছেন, তার মুখে এমন কথা মানায় না।
এর আগে, গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফের মা হওয়ার খবর জানান সানা খান। তিনি লিখেছেন, এ ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আল্লাহ আমাদের চলার পথ মসৃণ করুন।
উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে আনাসকে বিয়ে করার আগেই সানা অভিনয় জীবন ছেড়ে দিয়েছিলেন। সানা বিগবস ৬ এবং সালমান খানের ছবি ‘জয় হোতে’ অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত পেয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।