ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে।’ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত কাউকে তিনি প্রশ্রয় দেবেন না বলে কঠোর হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘আমি যদি আমার বাবার সন্তান হয়ে থাকি, তাহলে কাউকে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা দখলবাজি করতে দেব না। কেউ দুর্নীতি করলে তাকে পুলিশে ধরিয়ে দিন। কারো অন্যায়ের দায়-দায়িত্ব আমি শামা ওবায়েদ নেব না। আমার বাবার নাম আমি নষ্ট হতে দেব না।’
তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের মানুষের সেবা করে যাচ্ছে। সেই দলের নামেও আমি বদনাম হতে দেব না। ধানের শীষ অত্যন্ত পবিত্র প্রতীক। এই প্রতীকের কোনো বদনাম আমি হতে দেব না।’
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে শামা ওবায়েদ বলেন, ‘আপসহীন জননেত্রী খালেদা জিয়ার কারণেই সালথা উপজেলা সৃষ্টি হয়েছে। ২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে সালথায় এসে জনসভা করে উপজেলা ঘোষণা দেন।’ তিনি জানান, পরে তার বাবা সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ গঠিত হয়।
শামা ওবায়েদ আরও বলেন, ‘আমার বাবা সালথা ও নগরকান্দার মানুষ ছাড়া কিছুই বুঝতেন না। আমি যেন তার অবর্তমানে এই এলাকার সব মানুষের পাশে থাকতে পারি—এই দোয়া করবেন।’
আরও পড়ুনঃ
তিনি জানান, সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে স্বল্পমূল্যে দরিদ্র মানুষ চিকিৎসাসেবা পাবে। পাশাপাশি শিক্ষাখাত ঢেলে সাজানো, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সূত্র: ইত্তেফাক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


