বিনোদন ডেস্ক: সালমান পারভেজ সবুজের কথা ও সুরে এবার ঈদে রিলিজ পেতে যাচ্ছে নতুন ধারার একটি ফোক গান। বাউল সুকুমারের কন্ঠে ‘কেউ নিবে না কারও দায়’ শিরোনামে গানটি পরিচালনা করেছেন আর এস রমজান ও গানটির মিউজিক করেছেন সাহিন রানা।
আসন্ন ঈদুল আজহায় সবুজ বাংলা জেএসআর ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হবে।
গানটি সম্পর্কে কন্ঠশিল্পী সুকুমার বাউল বলেন, ‘আমি জীবনমুখী গান করি, তবে কেউ নেবে না কারও দায়’ গানটি পরিপূর্ণ জীবনের কথাই উঠে এসেছে, আশা করি দর্শক শ্রোতা ভিন্ন মাত্রার এ গানটি উপভোগ করবেন’।
গানটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গীতিকার বলেন, ‘গানটি বাস্তব জীবন থেকে নেওয়া, এর প্রতিটি লাইন মানুষের মনের কথা ব্যক্ত করে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সালমান পারভেজ সবুজের লেখালেখির শুরুটা কবিতা দিয়ে। পাশাপাশি বেশকিছু উপন্যাসও লিখেছেন তিনি। কর্মব্যস্থ ব্যাংকারের জীবনে একটু অবসর সময় পেলেই ব্যস্ত থাকেন লেখালেখি নিয়েই। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘নাগরিক ভাবনায়’ সাহিত্য সম্পাদকের গুরুদ্বায়িত্বও পালন করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।