নিজস্ব প্রতিবেদক : দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম) এর উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এ তিনদিন ব্যাপী স্থাপত্য প্রদর্শনী শুরু হয়েছে। এতে প্রদর্শিত হচ্ছে দেশের ১০টি আর্কিটেকচার স্কুলের স্নাতক পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থীদের তৈরি করা ৩০টি নকশা।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন আইএবির সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। এসময় উপস্থিত ছিলেন কেএসআরএম’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সারোয়ার জাহান ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহিদুর রহমান।
‘কেএসআরএম অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্রাজুয়েট থিসিস’ নামের অ্যাওয়ার্ডটির জন্য প্রদর্শনীতে মোট ৩০টি নকশা স্থান পেয়েছে। এসব নকশা থেকে যাচাই বাছাই করে ৩ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রথম পুরস্কার ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৭৫ হাজার ও তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা দেয়া হবে। এছাড়া প্রদর্শনীতে অংশ নেয়া ৩০জনকেই সার্টিফিকেট দেয়া হবে।
আইএবি সেন্টারে প্রদর্শনীটি ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পযন্ত সকলের জন্যে এটি উন্মুক্ত থাকবে। আর ৮ জানুয়ারি একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হবে।
জানা গেছে, নির্বাচকমণ্ডলীতে রয়েছেন দেশের খ্যাতিমান পাঁচজন স্থপতি। তারা হলেন- স্থপতি মুস্তফা আমিন, স্থপতি ফুয়াদ এইচ মল্লিক,স্থপতি সাউফুল হক, স্থপতি মো. আলী নাকি, স্থপতি ড. ফরিদা নিলুফার।
কেএসআরএম’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উদ্বোধনী বক্তব্যে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, উদীয়মান স্থপতিদের জন্য এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতে মেধাবী স্থপতি তৈরিতে সহায়ক হবে।
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইইবি) সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) মামনুন মুর্শেদ চৌধুরী বলেন, এ প্রতিযোগিতার মধ্য দিয়ে মেধাবী স্থাপত্য শিল্প বিভাগের শিক্ষার্থীরা তাদের পেশাগত জীবন শুরুর আগেই নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেএসআরএম স্টিল প্লান্ট লিমিটেডের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহিদুর রহমান, কেএসআরএমের হেড অব বিজনেস কর্নেল (অব.) আশফাকুল ইসলাম, কেএসআরএম’র সিনিয়র অফিসার আবু সুফিয়ান, কেএসআরএম’র কর্মকর্তা সাদ মোহাম্মদ আফতাব হোসাইন, আইএবি’র শিক্ষা সম্পাদক স্থপতি এম আরেফিন ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্থপতি শেখ ইতমাম সৌদ, কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম ও কেএসআরএম’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এহসান রহমান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।