যে কারণে দর্শকরা বোতল ছুড়লেন জনপ্রিয় গায়ককে
বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের এক মঞ্চে গান গাইছিলেন রক-পক গায়ক কৈলাশ খের। গান গাওয়া অবস্থায় দর্শকদের মধ্য থেকে মঞ্চের দিকে গায়ককে লক্ষ্য করে ছুড়ে আসে একটি বোতল। গায়কের পাশেই আছড়ে পড়ে বোতলটি। তবুও গান চালিয়ে গেছেন এই গায়ক।
রোববার রাতে রাজ্যের বিজয়নাগারা জেলায় হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে এ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ভারতীয় এই গায়ক। তবে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন গায়ককে লক্ষ্য করে বোতল ছোড়া হলো? অবশেষে জানা গেল এ ঘটনার আসল রহস্য!
এ ঘটনায় প্রদীপ ও সুরাহ নামের দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ইতোমধ্যে তারা জবানবন্দিও দিয়েছেন। তাদের জবানবন্দির বরাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন, কৈলাশ খের হিন্দি গান পরিবেশন করলেও কোনো কন্নড় গান পরিবেশন করছিলেন না। কন্নড় গান পরিবেশনের দাবি তুলে বোতল ছুড়েছেন তারা। পানির বোতল ছুড়েছিলেন বলে স্বীকার করেছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গানের মধ্যে হঠাৎ কৈলাশ খেরের পাশে দর্শকসারি থেকে একটি বোতল আছড়ে পড়ে, তবু গান চালিয়ে গেছেন এই গায়ক। পরে আয়োজকরা এসে বোতলটি সরিয়ে নেন।
শুক্রবার তিন দিনব্যাপী হ্যাম্পি উৎসব শুরু হয়ে রোববার শেষ হয়। সেখানে আরমান মালিক, বিজয় প্রকাশসহ কয়েকজন শিল্পী গান পরিবেশন করেছেন।
প্রসঙ্গত, ‘আল্লাহ কি বান্দে’, ‘চাঁদ সিফারিশ’, ‘তেরি দিওয়ানি’, ‘তাওবা তাওবা’, ‘সাইয়া’সহ বেশ কয়েকটি গানের জন্য ভারতীয় উপমহাদেশে আলোচিত কৈলাশ খের। সুফি ঘরানার গানে তার আলাদা পরিচিতি আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।