কিছুদিন আগে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে হলো। সে তো বিয়ে নয় যেন কোনো মহাযজ্ঞ। প্রি–ওয়েডিং সেলিব্রেশনই চলেছে মাসখানেক। দেশ–বিদেশ থেকে এসে হাজির তারকারা। প্রি-ওয়েডিং উৎসবে সস্ত্রীক উপস্থিত ছিলেন মার্ক জাকারবার্গ। সে সময় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। এ বছরই মার্চে অনন্ত আম্বানির প্রাক্বিবাহ উৎসবে অনন্তের হাতে একটি দামি ঘড়ি দেখে যেন চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল জাকারবার্গের।
ভিডিওতে দেখা যায়, তিনি আগ্রহভরে তা দেখাচ্ছেন স্ত্রী প্রিসিলা চ্যানকে। ঘড়িটি ছিল ৪ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যের রিচার্ড মিল-আর এম ৫৬-০২ স্যাফায়ার। অনন্ত আম্বানি ঘড়ির ব্যাপারে বেশ শৌখিন। দেশ–বিদেশের অনেক দামি ঘড়ি আছে তাঁর সংগ্রহে। এটি খুব একটা অবাক করার মতো কিছু নয়। এমনকি তাঁর সংগ্রহের সবচেয়ে দামি ঘড়িও ছিল না এটি।
এ ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পর সম্প্রতি জাকারবার্গ প্লাটিনাম কেসিংয়ের প্যাটেক ফিলিপ্পে ব্র্যান্ডের অত্যন্ত বিলাসবহুল ঘড়ি কিনে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। তাঁর এই চোখ কপালে তোলা দামের ঘড়ি কেনা দেখে মনে হচ্ছে, অনন্ত আম্বানির সেই মাল্টি মিলিয়ন ডলারের সুদৃশ্য ঘড়িটি হয়তো তাঁর মন কেড়ে নিয়েছিল।
নয়তো নিজের বাহুল্যবর্জিত জীবন থেকে কি আর এমনিই বেরিয়ে এলেন তিনি। আগে তিনি যে ঘড়ি ব্যবহার করতেন, সেটি একটি স্মার্ট ওয়াচ, দাম মাত্র ৫০০ ডলার। সেই সাধারণ ঘড়ি বদলে ফেলতে এবার জাকারবার্গ কিনে ফেললেন একটি ঝাঁ–চকচকে প্যাটেক ফিলিপ্পে ঘড়ি। সঠিক হিসাবে বলতে গেলে এটির দাম ১ লাখ ৪১ হাজার মার্কিন ডলারের মতো।
কিছুটা বদল অবশ্য ইদানীং দেখা যাচ্ছে জাকারবার্গের চালচলনে। এ বছরের শুরুতে অনন্ত আম্বানির বিয়েতে প্রথম নিজের একঘেয়ে ধূসর টি–শার্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। পরেন পশুপাখি ও ফুল–লতাপাতা, বাঘআঁকা বেশ ইন্টারেস্টিং একটি টি–শার্ট। তখন সবাই বেশ বিস্মিত হন। পুরো কৃতিত্ব যায় মুকেশ আম্বানির ওপর।
এত বড় ধনকুবেরও কিনা শেষমেষ নিজের স্টাইল ছেড়ে বেরিয়ে করলেন এমন স্বভাববিরুদ্ধ কাজ! তবে এখন দেখা যাচ্ছে, বিষয়টি সম্পূর্ণ অন্য রকম। গতানুগতিক স্বভাবের বাইরে অনেক কাজই করছেন জাকারবার্গ। কিনেছেন ৩০০ মিলিয়ন ডলার দামের সুপারইয়ট লঞ্চপ্যাড, ৩০ মিলিয়ন ডলারের শ্যাডো ভেসেল উইংম্যান। তবে এখানেই থামেননি, সব ছাপিয়ে তিনি এবার কিনে ফেললেন ১ লাখ ৪১ হাজার ডলার মূল্যের ফ্যান্সি রিস্টওয়াচ প্যাটেক ফিলিপ্পে গ্র্যান্ড কম্পলিকেশন ৫২৩৬পি ইন প্লাটিনাম।
অনেকেই তাজ্জব বনে গেছেন টেক টাইকুনের এত বড় সিদ্ধান্তে। তবে একদম নতুন লঞ্চ হওয়া ঘড়িটি সত্যিই বেশ সুন্দর। এর আছে একেবারেই নতুন পার্পেচুয়াল ক্যালেন্ডার। রয়েছে নিখুঁত ইনলাইন ডিসপ্লেতে ওপালাইন রোজ–গিল্ট, চারকোল গ্রে হোয়াইট গোল্ড দেওয়া ব্যাটন–স্টাইলের আওয়ার মার্কার। ঘড়িটি দেখতেও বেশ। আছে বাড়তি আরেকটি ইনলাইন ডিসপ্লে মডিউলও। খুব দামি এই ঘড়ির ব্যাককেস ইন্টারচেঞ্জেবল এবং নিখাদ স্যাফায়ার দিয়ে তৈরি।
মানুষের স্বভাব বদলায়। স্বভাব পরিবর্তনের ধারায় ঠাঁই পায় নতুন ঝোঁক। জাকারবার্গের এ পরিবর্তন তেমনই একটি ঘটনা। তা ছাড়া শখ তো হতেই পারে। ভারতীয় ধনী ব্যক্তি ও রাজরাজড়ারা শখ করে প্রাচীনকালে হাতি পুষতেন। আম্বানিদেরও আছে এলিফ্যান্ট স্যাংকচুয়ারি। আম্বানিদের হাতি পোষার শখকে নিজের করে না নিলেও দামি ঘড়ি সংগ্রহের শখকে বেশ আপন করে নিয়েছেন সবার প্রিয় মার্ক জাকারবার্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।