জুমবাংলা ডেস্ক: অভিমানে ছাত্রলীগকে বিদায় জানালেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ শুধু নিজেকেই শেষ করিনি, পরিবারের সবাইকে ঠকিয়েছি। খুব অভিমান থেকেই বলছি বিদায় ছাত্রলীগ।’
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ছাত্রলীগকে বিদায় জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন মেশকাত হোসেন।
পোস্টে মেশকাত লিখেছেন, ‘যেই সংগঠন করে জীবনের সবটুকু সময় ব্যয় করেছি কিন্তু হতাশা, মানসিক যন্ত্রণা আমাকে ধুঁকে ধুঁকে শেষ করে দিচ্ছে। যদি বিএনপি জামায়াতের কোনো লোক হতো তাহলে তাকে প্রতিহত করার ক্ষমতা আমি রাখি। যখন নিজ দলের লোক কষ্ট দেয় তখন কষ্টের আর শেষ থাকে না।’
‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ বছর যাবৎ রাজনীতি করি। আমার মা-বাবাও বিএনপির আমল থেকেই রাজনীতি করে। আমি একটু প্রতিবাদী। অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি। ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ। আমরা এটার প্রতিবাদ করেছি ৩০তম সম্মেলনের জন্য।’
তার ভাষ্য, ‘আমি ছাত্রলীগকে রাগ-ক্ষোভ-অভিমানে বিদায় জানিয়েছি। সম্মেলনের তারিখের জন্য আমরা পার্টি অফিসে গিয়েছিলাম। কিন্ত, পরবর্তীতে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই একটি টেলিভিশনের সাক্ষাৎকারে এসে বললেন, যারা পার্টি অফিসে গেল তারা কারা? সে সরাসরি বলছে দলের মধ্যে ৪-৫ জন দুষ্কৃতকারী লোক থাকে, যারা সবসময় বিএনপি-জামায়াতের এজেন্টের মতো কাজ করে।’
মেশকাত বলেন, ‘আমার দুঃখ লাগলো, যেখানে আমরা সত্যের পথে আছি, সেখানে পার্টির সভাপতি হয়ে এই ট্যাগ লাগানো, জামায়াত-শিবিরের সাথে তুলনা করলো। এটা খুব কষ্টদায়ক।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।