নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে বন্ধুদের হাত খরচের টাকা থেকে স্থানীয় ৫২টি কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কালীগঞ্জ পাইলট স্কুল (কেপিএস) নামের এসএসসি ২০০২ ব্যাচ গ্রুপ।
শনিবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামে ১১ জন, দড়িসোম গ্রামে ৬ জন, বালীগাঁও গ্রামে ১২ জন, বড়নগর গ্রামে ১২ জন এবং তুমলিয়া ইউনিয়নে ১১ জনকে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে এ ইফতার ও খাদ্য সহায়তা এসব পরিবারের মাঝে তুলে দেয় কেপিএস-২০০২ ব্যাচ গ্রুপ।
খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ছোলা ও হাফ কেজি খেজুর।
নাম প্রকাশে অনিচ্ছুক কেপিএস ২০০২ ব্যাচ গ্রুপের একজন সদস্য জানান, প্রায় ৫০ জন বন্ধু নিয়ে তারা একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছেন। সেখানে শুধু এসএসসি ২০০২ সালের ব্যাচের বন্ধুরা আছেন। তারা সকলে মিলে কিছু সামাজিক কর্মকাণ্ড করেন।
তিনি আরো জানান, দেশের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সারদেশে ২ দ্বিতীয় দফায় এক সপ্তাহ করে লকডাউন দিয়েছে। আর এতে কিছু মানুষ হঠাৎ কর্মহীন হয়ে পড়েন। তাই বন্ধুদের হাত খরচের কিছু টাকা দিয়ে তারা একটি ফান্ড তৈরি করেন। আর তা দিয়ে এসব পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সহায়তা দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।