বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক অনেকদিন যাবত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন।
বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দীর্ঘ ৭ মাস হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) থাকার পর কেবিনে নেওয়া হয়েছে তাকে। জানা গেছে, এক মাস ধরে কেবিনে চিকিৎসা নিচ্ছেন নায়ক ফারুক। এই তথ্য জানিয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান।
রবিবার সিঙ্গাপুর থেকে তিনি বলেন, “আপনাদের মিয়া ভাই এক মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিক খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তার জন্য দোয়া করবেন সবাই।”
চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। নিয়মিত চেক-আপের জন্য সিঙ্গাপুর যান তিনি। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ২১ মার্চ থেকে আইসিইউতে নেওয়া হয় কিংবদন্তি এই অভিনেতাকে।
এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা, বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।