বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Samsung Galaxy A55 5G ফোনটি ভারতে লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। এই ফোনটি 11 মার্চ ভারতীয় বাজারে আসতে চলেছে। স্যামসাঙ ইন্দিয়ার ওয়েবসাইটে এই ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে এবং এখান থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে জানা গেছে। অন্যদিকে Galaxy A55 5G লঞ্চ হওয়ার আগেই এই ফোনটির প্রমোশনাল ফোটো evleaks এর মাধ্যমে ইন্টারনেটে লিক করে দেওয়া হয়েছে, এর ফলে ফোনটির বেশ কিছু ডিটেইলস সম্পর্কে জানা গেছে। Samsung স্মাটফোনের ফোটো আর স্পেসিফিকেশন সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানানো হলো।
Samsung Galaxy A55 5G এর ফটো
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিল করার জন্য Samsung Galaxy A55 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য গ্যালাক্সি A55 5G ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.7 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত স্যামসঙের নিজস্ব এক্সিনস 1480 অক্টাকর প্রসেসর দেওয়া হতে পারে।
স্ক্রিন: স্যামসাং A55 5G ফোনটিতে 6.6 ইঞ্চির ফুল এইচডি+পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে এবং ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120 হার্টজ রিফ্রেশ রেট দেখা যেতে পারে।
মেমরি: স্যামসাং গ্যালাক্সি A55 5G ফোনটি একাধিক মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটির সবচেয়ে বড় মডেলে 12জিবি RAM দেওয়া হতে পারে।
ব্যাটারি: এই ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএইচ ব্যাটারি যোগ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।