গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় একটি বাজারের কেমিক্যাল গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুন পুরোপুরি নিভলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পর্যবেক্ষণে রেখেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে বিস্ফোরণ ঘটলে ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এ সময় এক কর্মকর্তা ও চারজন ফায়ার সার্ভিসের কর্মী দগ্ধ হন। আহতদের মধ্যে ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা, জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম রয়েছেন। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
পরবর্তী সময়ে কুর্মিটোলা ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। সন্ধ্যা ৭টার দিকে আগুন মূলত নিয়ন্ত্রণে এলেও, বিভিন্ন স্থানে ছোটখাটো আগুন ও ঝুঁকি রোধে ভোর পর্যন্ত উদ্ধারকর্মীরা কাজ চালান।
ঢাকা সদর দপ্তরের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, “আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে আশপাশের অন্যান্য গুদামের বৈধতা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস যৌথভাবে তদন্ত চালাচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।