জুমবাংলা ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
বুধবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন।
এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।
ডা. মোবারক বলেন, ‘মারা যাওয়া ৬০ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলার কলাতিয়ার বাসিন্দা। তিনি আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’
এদিকে, রাত ৮টা পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার ফলাফল অনুযায়ী উপজেলায় এক দিনে আরও ১৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা মোট দাঁড়াল ৬৭ জনে। আরও ১২৩ জনের ফল পাওয়ার অপেক্ষায় আছে বলে উল্লেখ করেন ডা. মোবারক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


