
জুমবাংলা ডেস্ক : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নুরু মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। রবিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. দেওয়ান গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১১টার পর পরই দক্ষিণ কেরানীগঞ্জের নূরু মার্কেটে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কেটটি মূলত টিনশেডের। আগুন লাগার পরপরই প্রথমে স্থানীয় লোকজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


