Advertisement
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নে আঁটি বাজারে দিনেদুপুরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আঁটি বাজারের ভাই ভাই জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, জুয়েলার্সের মালিক জমসের জুমার নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করে যায়। এর মধ্যে একটি মাইক্রোবাসযোগে চোর চক্রটি দোকানের সামনে গাড়ি রেখে তালা ভেঙে দোকানের রেকে সাজিয়ে রাখা ২৮ ভরি স্বর্ণালংকার নিয়ে চলে যায়।
দোকানের মালিক জমসের কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগপত্রে জানান, দোকানে থাকা ৮৮ পিস স্বর্ণের আংটি এবং ২৫ পিস গলার চেইন যার আনুমানিক ওজন ২৮ ভরি, যার বাজারমূল্য ৫৬ লাখ টাকা।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। দোকানের সিসিটিভি ফুটেজ দেখে আমাদের একটি টিম চোর চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



