কোটা ঘিরে সহিংসতার তদন্তে রংপুর যাচ্ছে কমিশন

জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তকাজের অংশ হিসেবে রোববার (৪ আগস্ট) রংপুরে যাচ্ছে তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন।

শনিবার (৩ আগস্ট) আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তদন্ত কমিশন রংপুর সার্কিট হাউসে ৮ আগস্ট পর্যন্ত অবস্থান করে তদন্তকাজ পরিচালনা করবেন। এ সময় ঘটনাস্থলগুলো পরিদর্শন ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের জবানবন্দি নেবে।

আমীনুল ইসলাম তদন্ত কমিশনের সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা। কমিশনের নেতৃত্ব দেবেন হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। এছাড়া অন্য দুই সদস্য হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

বিজ্ঞপ্তিতে কমিশনের তিন সদস্য বলেন, ‘আমরা আমাদের তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আমাদের তদন্ত কমিশনের পরিধির আওতাভুক্ত সব হত্যা এবং ধ্বংসযজ্ঞের ব্যাপারে বিশদ তদন্ত করবো। এই তদন্তে প্রাপ্ত সকল তথ্য উপাত্তের ব্যাপারে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নিয়ে কে বা কারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী সেটা নিরুপণ করবো।’

তারা আরও বলেন, ‘রোববার আমরা রংপুর যাবো এবং ৮ আগস্ট পর্যন্ত সেখানে সার্কিট হাউজে অবস্থান করে তদন্ত কার্যক্রম পরিচালনা করবো। এ সময় আমরা ঘটনাস্থলসমূহ পরিদর্শন করবো এবং সাক্ষীদের সাক্ষ্য নেবো।’

৪ জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ, বাকি জেলার সিদ্ধান্ত ডিসিদের