আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হওড়ার বেলিলিয়াস রোডে একদল ডাকাত প্রায় এক কোটি টাকা ডাকাতি করে গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু রাস্তায় যানজটে গাড়ি আটকে পড়ে। উপায় খুঁজে না পেয়ে, চার ডাকাত দিনেদুপুরে পিস্তল উঁচিয়ে দৌঁড়ায়। আর সেই দৌঁড়ানোর ভিডিও রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ডাকাতি করে ফেরার পথে সব পরিকল্পনা ভেস্তে যায় ডাকাতদের। পরিকল্পনা ভেস্তে গেলে ডাকতরা কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচাতে আশেপাশে আতঙ্ক সৃষ্টি করে।
দেশটির পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় বেলিলিয়াস রোডে একটি লোহার দোকান থেকে এক কোটি টাকা ডাকাতি করে পালান ডাকাতরা। এই ঘটনা দোকানদার পুলিশকে জানায়, পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের চিহ্নিত করে।
দোকান মালিক দিলীপ বর্মারের দাবি, সকাল ১০টায় দোকানের সামনে চার যুবক উপস্থিত হয়। তাদের মধ্যে তিনজন দোকানে ঢুকে নিজ মূর্তি ধারণ করে। দিলীপের অভিযোগ, প্রথমে তার হাত-পা বেঁধে ফেলে তিন যুবক। এরপর আগ্নেয়াস্ত্র এবং বোমা দেখিয়ে তারা প্রায় এক কোটি টাকা ডাকাতি করে।
সূত্র জানায়, ডাকাতরা পালানোর দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ জানতে পেরেছে, হাওড়া ময়দান থেকে ডাকাতরা গাড়ি ভাড়া করে ডাকাতি করতে এসেছিল। ওই সময় গাড়িতে পাঁচ জন ছিল। এর মধ্যে একজন মাঝপথে নেমে যায়। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ডাকাতি করে পালানোর সময় যানজটে গাড়িটি আটকে যায়। সেই সময় গাড়ি থেকে বেরিয়ে পিস্তল দেখিয়ে পালায় ওই চার ডাকাত। পুলিশ গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
গা শিউরে ওঠার মতো ব্যাংক ডাকাতির দৃশ্য ধরা পড়লো সিসি ক্যামেরায়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।