আন্তর্জাতিক ডেস্ক : ডাকাতি যে নিঃসন্দেহে একটি অপরাধ তা ডাকাত দলও জানে। তাইতো ডাকাতি করে যে কোটি টাকা হাতিয়ে নেয়, তার একটি অংশ দান করতে যায় মন্দিরে। হয়তো এর মাধ্যমে অপরাধের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল। কিন্তু এতেই বাধে বিপত্তি। মন্দিরের সিসিটিভিতে ধরা পরে যায় এই ডাকাত দল।
ঘটনাটি ঘটে ভারতের রাজধানী দিল্লিতে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
দিল্লি পুলিশ জানায়, ৩ মার্চ দিল্লির চাঁদনী চক বাজারের একটি জুয়েলার্স থেকে এক কোটি ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ২৩ লাখ টাকা) নিয়ে ফিরছিলেন এক ব্যবসায়ী। তার সঙ্গে দুই কর্মচারীও ছিলেন। এসময় প্রকাশ্যে পিস্তলের মুখে তাদের কাছে থাকা সেই রুপি ও স্বর্ণের গয়না ছিনিয়ে নেয় ডাকাত দল।
ঘটনার প্রায় এক সপ্তাহ পর চাঁদনী চকের কাছে বসানো সিসিটিভির সাহায্যে পাঁচজনকে শনাক্ত করে পুলিশ। এরপরই অপরাধীদের খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিশ বলছে চাঁদনী চকে ৩০০ সিসিটিভি ক্যামেরা বসানো আছে।
জেলেনস্কিকে আত্মসমর্পণের পরামর্শ ইসরায়েলের প্রধানমন্ত্রী!
দিল্লির এক পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর ডাকাতরা দিল্লির খাটুশ্যাম মন্দিরে এক লাখ রুপি (প্রায় এক লাখ ১১ হাজার টাকা) দান করেছিলেন। এরপর মন্দিরের সিসিটিভির ফুটেজ থেকে তাদের পরিচয় শনাক্ত করা হয়। সবশেষ ওই ফুটেজের সূত্র ধরে উত্তর-পূর্ব দিল্লিতে ডাকাতদের আস্তানার সন্ধান মেলে। সেখান থেকেই গ্রেফতার করা হয় পাঁচজনকে।
পাশাপাশি ডাকাতির পুরো টাকা ও গয়নাও উদ্ধার হয়েছে বলে জানায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, পরিকল্পনা করেই এই ডাকাতি করা হয়েছিল। ডাকাত দলের সঙ্গে ছিল ব্যবসায়ীর এক পুরোনো কর্মচারী। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।