বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যানড্রয়েড ডিভাইসে বেশ কিছু গুপ্ত ফিচার বা তথ্যাদি থাকে। এগুলো কেবলমাত্র গোপন কোডের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন। কোনো নির্দিষ্ট মডেলের জন্য নির্দিষ্টও নয়। এই জেনেরিক কোডগুলোর মাধ্যমে প্রায় সব অ্যানড্রয়েড ডিভাইসেই অ্যাক্সেস করা যাবে।
অনেকদিন ধরেই এই ফিচারগুলো রয়েছে সব অ্যানড্রয়েডে স্মার্টফোনে। কিন্তু অনেকে তা জানেন না। এই কোডগুলোর মধ্যে মিলও রয়েছে। এগুলো সাধারণত ‘*#’ দিয়ে শুরু হয়।
জেনে নিন অ্যানড্রয়েড ডিভাইসের গুপ্ত ফিচার সম্পর্কে-
ফোনের IMEI নম্বর: এটি জানার জন্য ডায়ালপ্যাডে যান। সেখানে *#06# ডায়াল করুন। স্ক্রিনে IMEI নম্বর এসে যাবে।
ওয়াইফাই স্ট্যাটাস: ডায়ালপ্যাডে ##232339## চাপলেই ওয়াইফাই স্ট্যাটাস দেখা যাবে।
ফোন অফ করা: অনেক ক্ষেত্রে দেখা যায়, ফোনের পাওয়ার অন-অফ বাটনটি কাজ করছে না। সেক্ষেত্রে এই কোড ব্যবহার করা যায়- ##7594##
ডিভাইস ফ্যাক্টরি রিসেট: 27673855#
RAM ভার্সান: ##3264##
Google Play ডায়াগনস্টিক্স : ##426##
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।