বিনোদন ডেস্ক: বুধবার একের পর এক সারপ্রাইজ ঝুলি থেকে বের করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এদিন সুদীর্ঘ চার বছর পর নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা সারলেন বলিউড বাদশা। আর সেই ঘোষণা আরও স্মরণীয় করতে তুলতে সন্ধ্যায় টুইটারে #AskSRK সেশনের আয়োজন করে ফেললেন শাহরুখ। ফ্যানেদের হাজারো প্রশ্নের ধৈর্য্য ধরে উত্তর দিলেন। শাহরুখের মজাদার জবাবে মুগ্ধ নেটপাড়া। খবর হিন্দুস্তাইন টাইমসের।
রুপোলি পর্দা থেকে দীর্ঘ তিন বছর তিন মাস দূরে শাহরুখ। গত বছরেই ‘পাঠান’ ছবির শ্যুটিং শুরু করেছেন এই বলিউড সুপারস্টার তা সবার জানা, কিন্তু অজানা কোনও কারণেই এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা থেকে বিরত ছিল প্রযোজনা সংস্থা। অবশেষে আজ সকালে শাহরুখের কামব্যাক ছবির ঘোষণা সেরে ফেলল যশ রাজ ফিল্মস। এদিন’পাঠান’-এর ঝলক দেখা গেল ঠিকই তবে দর্শন দিলেন না শাহরুখ। ছবির টিজারে আলো-আঁধারিতে আবছা শাহরুখ ধরা দিয়েছেন। ছবিতে শাহরুখের লুক কেমন হবে সেই নিয়ে একটা ধারণা অবশ্যই পেয়েছে ফ্যানেরা, তবে লম্বা চুলের শাহরুখকে দেখতে উদগ্রীব তারা। এক ভক্ত এদিন শাহরুখের কাছে প্রশ্ন রেখেছিল, ‘এত দিন ধরে কোথায় ডুব দিয়েছিলেন?’ জবাবে শাহরুখ লেখেন, ‘নিজের চিন্তাভাবনায়….’
Khyaalon mein…. https://t.co/AT15xPcCtk
— Shah Rukh Khan (@iamsrk) March 2, 2022
অন্য এক বিকট জানতে চান, ‘স্যার, পাঠান ছবির এই লুকের জন্য চুল বড় করতে কত দিন সময় লাগল আপনার? মনে তো হয় না পরচুলা ব্যবহার করেছেন! না কি করেছেন? শাহরুখের জবাব, ‘ভাই, আমার যে ধরণের চুল তাতে মোটেই সময় বেশি লাগে না। বাড়তে সময় নেয় না, নিজের ক্ষেতের ফসল যে!’
এদিন এক অনুরাগী শাহরুখের কাছে জানতে চেয়েছিল তিনি আমির খানের লাল সিং চড্ডা দেখেছেন কিনা। জবাবে শাহরুখ লেখেন, ‘আমির বোল রাহা হ্যায় পেহলি পাঠান দিখা’ (আমির বলছে আগে পাঠান দেখা)।ফ্যানেদেরকে দেওয়া বাদশার এমনই সকল জবাব এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Arre yaar Aamir kehta hai pehle Pathaan dikha!! #Pathaan https://t.co/dBWCqD7g05
— Shah Rukh Khan (@iamsrk) March 2, 2022
‘পাঠান’ মুক্তির অপেক্ষায় বিনোদন প্রেমীরা। মার্চেই স্পেনে যাচ্ছে ছবির গোটা টিম। ১৭ দিনের শ্যুটিং শিডিউল আছে সেখানে। আউটডোরে থাকবেন দীপিকা আর জনও। ২০২৩-এর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে এই হাইপ্রোফাইল ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।