জুমবাংলা ডেস্ক : কোনো ওষুধ কিংবা চিকিৎসা নয় শুধু মাথায় হাত বোলালেই সেরে যাবে সব রোগ। এমন আশ্বাসে দূর-দূরান্ত থেকে প্রতিদিন দোয়া নিতে আসছে হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পেতে বসেছেন সুনামগঞ্জের কাটখালী গ্রামের এক নারী। যদিও বিষয়টি জানাজানি হলে তাকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
প্রতিদিন এই বাড়ির সামনে নারী-পুরুষ শিশুসহ শত মানুষের দীর্ঘ সারি। জোছনা বেগমের হাতের স্পর্শে মুক্তি মেলে সব রোগ থেকে এমন খবরেই সুনামগঞ্জের কাটাখালী গ্রামে তার বাড়িতে ভিড় সবার।
এলাকায় গুজব রটে পানির নিচে এগারো দিন কাটিয়েছেন জোছনা বেগম। এরপর অলৌকিক ক্ষমতায় সবার রোগ দূর করেন তিনি।
জোসনা বেগমের দাবি, সৃষ্টিকর্তা নিজেই তাকে এমন ক্ষমতা দিয়েছেন।
তবে, স্থানীয়দের অনেকেই একে প্রতারণা বলছেন।
বিশৃঙ্খলা কারণে গতকাল জোসনা বেগমকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়, পুলিশ।
ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে এমন প্রতারণা ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় আলেমরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।