জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে শনিবার দুপুর পর্যন্ত ৪৮২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।
ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৫১ জন আর ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলায় রয়েছে ১৮ জন। এর বাইরে গাজীপুর ১২, কিশোরগঞ্জ ১০, মাদারীপুর ১৩, মানিকগঞ্জ ৫, কেরানীগঞ্জ ১, নারায়ণগঞ্জ ৮৩, মুন্সিগঞ্জ ১১, নরসিংদী ৪, রাজবাড়ী ৬, টাঙ্গাইল ২, শরীয়তপুর ১, গোপালগঞ্জ ২, চট্টগ্রাম ৮, কক্সবাজার ১, কুমিল্লা ৮, ব্রাহ্মণবাড়িয়া ৪, চাঁদপুর ৪, মৌলভীবাজার ১, হবিগঞ্জ ১, সিলেট ১, রংপুর ২, গাইবান্ধা ৫, নীলফামারী ২, চুয়াডাঙ্গা ১, ময়মনসিংহ ৫, জামালপুর ৩, শেরপুর ২, বরগুনা ১ এবং পটুয়াখালী ১।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। শনিবার দুপুর পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৬ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।