কোনটি কিনবেন, ডেস্কটপ না মিনি কম্পিউটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানের প্রয়োজনে কম বেশি সবাইকে কম্পিউটার ব্যবহার করতে হয়। এই কম্পিউটারের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে ডেস্কটপ ও ল্যাপটপ বহুল ব্যবহৃত। তবে বহন সুবিধা বিবেচনায় আজকাল মিনি কম্পিউটার জনপ্রিয়তা পাচ্ছে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে মিনি কম্পিউটারের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। কয়েকটি কারণে ২০২৪ সালে মিনি কম্পিউটার এগিয়ে থাকবে বলে মনে করেন প্রযুক্তিবিদদেরা।

পারফরম্যান্স
পারফরম্যান্সের দিক থেকে মিনি কম্পিউটারের তুলনায় ডেস্কটপ বরাবরই এগিয়ে। তবে মিনি কম্পিউটারকে কম শক্তিশালী ভাবার কারণ নেই। এ ছাড়া ল্যাপটপ, হ্যান্ডহেল্ড গেমিংসহ মিনি পিসির কার্যক্ষমতা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এএমডি। চলতি বছর এমন সক্ষমতাসহ মিনি পিসি বাজারে আসতে পারে।

সহজে ব্যবহারযোগ্য
মিনি কম্পিউটার কাজের দিক থেকে ডেস্কটপের মতোই। তবে মিনি পিসি ব্যবহার তুলনামূলক সহজ। এতে সাধারণ ডেস্কটপের মতো একাধিক ক্যাবলের প্রয়োজন হয় না। এ ছাড়া ইনপুট-আউটপুট পোর্টের দিক থেকেও মিনি কম্পিউটার সমৃদ্ধ। ডেস্কটপের মাদারবোর্ডে পোর্ট সীমিত থাকে।

মিনি কম্পিউটারে আপডেট জটিলতা
কাজের দিক থেকে মিনি কম্পিউটার ডেস্কটপের কাছাকাছি হলেও এটি আপডেটে জটিলতা রয়েছে। ডেস্কটপের বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন বা আপডেট করা যায়। এর মধ্যে সিপিইউ থেকে শুরু করে গ্রাফিকস কার্ড, র‍্যাম, স্টোরেজ, পাওয়ার সাপ্লাই রয়েছে। মিনি পিসির সিপিইউ পরিবর্তন করা যায় না। তবে র‍্যাম ও এসএসডি পরিবর্তন করা যায়।

মিনি নাকি ডেস্কটপ
ব্যবহারকারীর প্রয়োজনভেদে মিনি ও ডেস্কটপ দুটি কম্পিউটার কেনা নির্ভর করে। যদি খুব বেশি পারফরম্যান্স প্রয়োজন না হয় এবং কম্পিউটার আপডেটের ইচ্ছা কম থাকে তাহলে মিনি কম্পিউটার কেনা ভালো সিদ্ধান্ত। এর মাধ্যমে দ্রুত যেকোনো জায়গায় কাজ করা সম্ভব। এটি ছোট ব্যাগেই বহন করা যায়। তবে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ আপডেট করার পরিকল্পনা থাকলে ডেস্কটপ কম্পিউটার কেনার পরামর্শ প্রযুক্তিবিদদের।

তথ্যসূত্র: মেক ইউজ অব, সিনেট ডট কম