কোনরকম ইন্টারনেট ছাড়াই যে উপায়ে ভিডিও দেখুন ইউটিউবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমান সময় ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না, পড়াশোনা ও কাজের পাশাপাশি বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে ওঠেছে ইন্টারনেট। ইন্টারনেটের পাশাপাশি প্রতিনিয়ত ইউটিউবের জনপ্রিয়তাও বাড়ছে। আর এই ইউটিউবের জন্যতো ইন্টারনেট সংযোগ থাকাতেই হয়। তবে সবসময় ইন্টারনেট সংযোগ সচল রাখার সুযোগ হয় না। তাই ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার উপায় জেনে নিন।

থার্ড পার্টি অ্যাপ- কোনো একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের উপর নির্ভরশীল অন্যান্য আন-অফিশিয়াল অ্যাপ্লিকেশন কে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলে। সাধারণত বাড়তি সুবিধা বা অফিশিয়াল অ্যাপের সাহায্যে করা যায় না এমন কিছু করার জন্য এসব অ্যাপ ব্যবহার করা হয়। ইউটিউবের পছন্দের নাটক, সিনেমা বা গানের ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে। এরপর নেট সংযোগ ছাড়াই যে কোনো সময় সেই ভিডিও দেখতে পারবেন । পিসি এবং ম্যাকে ফোর-কে (৪০০) ভিডিও ডাউনলোডার ব্যবহার করতে পারেন। ৪কে ভিডিও ডাউনলোডার একটি বিনামূল্যের অ্যাপ যা আপনাকে ইউটিউব থেকে আপনার ডেস্কটপ বা ম্যাকবুকে ভিডিও ডাউনলোড করতে দেয়। তবে অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো উৎস থেকে-ফোর-কে ভিডিও ডাউনলোডার ডাউনলোড করবেন না।
ইউটিউবে ভিডিও
ইউটিউব অ্যাপ- আপনার নিজের ফোন থেকেই ইউটিউবের অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এ জন্য প্রথমে নিজের ফোনের ইউটিউব অ্যাপ ওপেন করুন। হোম পেজে ডান দিকে উপরে সার্চ আইকনে ট্যাপ করুন। এবার যে ভিডিও অফলাইনে দেখতে চান সেই ভিডিওটি সার্চ করুন। ভিডিও স্ট্রিমিং শুরু হলে নিচে ডাউনলোড আইকনে ট্যাপ করুন। এরপরে ডাউনলোডের কোয়ালিটি বেছে নিন। এবার অফলাইনে ইউটিউবের হোম পেজ থেকে ডাউনলোড অপশনে গিয়ে ভিডিও দেখতে পারবেন। সংরক্ষণ করতে পারবেন যতদিন ইচ্ছা।

ইউটিউব প্রিমিয়াম- ইউটিউব ফ্রিতেই তাদের ভিডিওগুলো দেখতে দেয়। তবে ইউটিউব তাদের এই ফ্রি সেবা দিতে ভিডিও দেখার মাঝে অ্যাড দিয়ে থাকে আয় করবার জন্য। অন্য সকল সাবস্ক্রিপশন সার্ভিসের মতোই ইউটিউবের এই প্রিমিয়াম সেবা কাজ করে। আপনার অ্যাকাউন্টের জন্য আপনি একটি মাসিক বা বাৎসরিক চার্জের বিনিময়ে এই সেবা উপভোগ করতে পারবেন। আপনি যদি ইউটিউব প্রিমিয়ামের সদস্য হন তাহলে খুব সহজেই ইন্টারনেট ছাড়াই ইউটিউবের ভিডিও দেখতে পাবেন। এটিকে অনেকেই রেড বা লাল ইউটিউব বলেন। মূলত ইউটিউব প্রিমিয়ামের সদস্য হলে ইউটিউব আইকনের ব্যাকগ্রাউন্ড সাদার পরিবর্তে লাল দেখায়। ইউটিউব প্রিমিয়ামের সদস্য হওয়ার পর ভিডিও ডাউনলোড করে নিতে পারেন অনলাইনে। এরপর অফলাইনে এগুলো দেখতে পাবেন। ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করলে আপনি ভিডিও দেখার সময় কোন ধরনের অ্যাড দেখতে পাবেন না।

সাড়া জাগানো চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এআই চ্যাটবট ‘বার্ড’ আনছে গুগল