নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবারও একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার খোকনের ঝুটের গুদামে এ আগুনের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে খোকন মিয়ার ঝুট গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন পাশের পাঁচ-ছয়টি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ীর দেউলিয়া বাড়ির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কালিয়াকৈর থেকে আরও দুটি ইউনিট আসছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ীর আমবাগ তেঁতুলতলা এলাকার একটি ঝুটের গুদামে অগ্নিকান্টের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার প্রেচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।