Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home কোনো ঘোষণা ছাড়াই ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী
    আন্তর্জাতিক

    কোনো ঘোষণা ছাড়াই ভারতে চীনের পররাষ্ট্রমন্ত্রী

    March 25, 2022Updated:March 25, 20223 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দিল্লিতে এলেন। কোনো সরকারি ঘোষণা ছাড়াই চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছেন। খবর ডয়চে ভেলে’র।

    লাদাখে সংঘাতের পর থেকে ভারত-চীনের সম্পর্ক এখন খুবই খারাপ। গত দুই বছরের বেশি সময় ধরে চীনের কোনো বড় নেতা ভারত সফর করেননি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারতে এলেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন।

    চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময়টাও খুব তাৎপর্যপূর্ণ। রাশিয়া-ইউক্রেন সংঘাতের পরিপ্রেক্ষিতে বিশ্ব এখন কার্যত দুই ভাগে বিভক্ত। অ্যামেরিকা, ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনের পক্ষে। এশিয়ার অনেক দেশও ইউক্রেনের দিকেই ঝুঁকে। কিন্তু ভারত ও চীন এখনো প্রকাশ্যে রাশিয়ার বিরোধিতা করেনি। জাতিসংঘে রাশিয়া নিয়ে যতবার ভোটাভুটি হয়েছে, ততবারই ভারত ও চীন ভোটদানে বিরত থেকেছে। এই পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর খুবই গুরুত্বপূর্ণ।

    সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, ওয়াং-এর সফরের দুইটি উদ্দেশ্য আছে। প্রথমত, লাদাখ-পরবর্তী সময়ে আবার দুই দেশের নেতৃত্বের মধ্যে আলোচনা শুরু করা এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো, এই বছরের শেষে ব্রিকস-এর বৈঠক হবে বেজিংয়ে। সেখানে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো।

    সফর নিয়ে সাসপেন্স

    চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে আগাগোড়া সাসপেন্স বজায় ছিল। গত সপ্তাহে সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছিলেন, তার কাছে কোনো খবর নেই।

    বৃহস্পতিবারও একইরকম গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। চীনের পররষ্ট্রমন্ত্রী দিল্লিতে নামার পর জানা যায়, তিনি ভারতে এসেছেন।

    বেজিং থেকেও জানানো হয়নি যে ওয়াং ভারতে আসবেন। দিল্লিও কখনো বলেনি, চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসছেন।

    জয়শঙ্করের বক্তব্য

    বৃহস্পতিবার দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজে একটি অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ”খুব কম মানুষই ভাবতে পেরেছিলেন. গত দুই বছরে ভারত ও চীনের সম্পর্ক এই জায়গায় পৌঁছবে। এই পরিস্থিতিতে ভারতের কূটনীতিকদের কাছে বড় চ্যালেঞ্জ হলো, সম্ভাব্য সব বিকল্পের কথা ভেবে তৈরি হওয়া।” জয়শঙ্করের মতে, ”এর মধ্যে সামরিক শক্তি বাড়ানোর বিকল্প আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের নীতিকে বোঝাবার দায়িত্ব আছে। সংঘাত মেটানোর জন্য পদক্ষেপও আছে।”

    জয়শঙ্কর বলেছেন, ”চীনের ক্ষেত্রে ২০২০ সালের মে মাস থেকে সামরিক ক্ষেত্রে দূরত্ব যেমন আছে, তেমনই কূটনৈতিক পর্যায়ে আলোচনাও চলছে। এক্ষেত্রেও বিশ্বের বাকি দেশগুলির সমর্থন ও এবং আমাদের নীতি যাতে তারা বোঝে সেই বিষয়টা গুরুত্বপূর্ণ।”

    কাশ্মীর নিয়ে বিরোধ

    পাকিস্তানে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের বৈঠকে প্রধান বক্তা ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে তিনি বলেছেন, ”কাশ্মীর নিয়ে ইসলামিক দেশের বন্ধুদের আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি।”

    এরপরই ভারত ওয়াংয়ের মন্তব্যের বিরোধিতা করে দুইটি বিবৃতি দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কাশ্মীর নিয়ে আলোচনা হলো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। অন্য কোনো দেশের এ বিষয়ে কথা বলার বা আলোচনা করার সুযোগ নেই। অধিকারও নেই। পাকিস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কাশ্মীরের প্রসঙ্গ তুলেছেন, তার তীব্র বিরোধিতা করেছে ভারত।

    আফগানিস্তান থেকে

    দিল্লি আসার আগে ওয়াং আফগানিস্তানে গিয়ে তালেবান নেতাদের সঙ্গে কথা বলেন। গত বছর অগাস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এই প্রথম চীনের উচ্চ পর্যায়ের কোনো নেতা কাবুলে পা দিলেন।

    আফগান উপ প্রধানমন্ত্রীর অফিস একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, চীনের আশঙ্কা ছিল, আফগানিস্তানের মাটি থেকে তাদের উপর আক্রমণ হতে পারে। তাদের আশ্বস্ত করা হয়েছে, এরকম কোনো কাজ করতে দেয়া হবে না। এই বিবৃতিতে উইগুরদের নাম নেয়া হয়নি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক কোনো ঘোষণা চীনের ছাড়াই পররাষ্ট্রমন্ত্রী ভারতে
    Related Posts
    যাযাবর-উপজাতি

    বিয়ের জন্য যুবতীরা যেখানে বাছাই করেন পুরুষ

    May 8, 2025
    air-india

    পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দর

    May 8, 2025
    ভারতের রাফাল যুদ্ধবিমান

    ভারতের রাফাল যুদ্ধবিমান: পাকিস্তানে ভূপতিত হওয়ার ঘটনায় তোলপাড়

    May 8, 2025
    সর্বশেষ সংবাদ
    যাযাবর-উপজাতি
    বিয়ের জন্য যুবতীরা যেখানে বাছাই করেন পুরুষ
    air-india
    পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দর
    ভারতের রাফাল যুদ্ধবিমান
    ভারতের রাফাল যুদ্ধবিমান: পাকিস্তানে ভূপতিত হওয়ার ঘটনায় তোলপাড়
    ওয়েব সিরিজ
    রোমান্স ও রহস্যে ভরপুর নতুন ওয়েব সিরিজ, না দেখলে মিস করবেন!
    যুদ্ধের সম্ভাবনা
    মোদীর লক্ষ্য পাকিস্তান পরাজিত করা নয়, দেশীয় সমর্থন অর্জন করা
    হাঁস
    ছবিটি জুম করে দেখুন লুকিয়ে আছে একটি বাঘ, খুঁজে বের করুন
    Savar
    ৯৯৯ ফোন করে বাবাকে হত্যার কথা স্বীকার করে মেয়ে
    নিরাপত্তা উপদেষ্টা যোগাযোগ
    পাকিস্তান-ভারতের উপদেষ্টাদের মধ্যে ফোনালাপ: কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত
    Playground at the Sylhet
    সিলেট সীমান্তে খেলার মাঠ নিয়ে বিএসএফ ও স্থানীয়দের মাঝে উত্তেজনা
    শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি
    শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি একসঙ্গে
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.